জেলা শাসকের উদ্যোগে ফের স্কুলে যাওয়ার সুযোগ পেল 'স্কুলছুট' যুবক

সজল আবারও স্কুলে আসবে এই কথা শুনে খুশি সজলের বন্ধুরা।

author-image
Adrita
New Update
r

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বারানন্দীগ্রামের কালিচক বারগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজল জানা পড়াশোনা করতে চায় কিন্তু তাকে জোর করে সজলের মা গৌরী জানা ও মামা ভিন রাজ্যে সোনার কাজে পাঠিয়ে দিয়েছে, এই অভিযোগ পৌঁছায় ঘাটালের মহকুমা শাসকের কাছে।

মহকুমা শাসক সুমন বিশ্বাস তৎক্ষণাৎ ঘটনাটি স্কুলের হেডমাস্টার সহ পুলিশে জানান।পুলিশ ওই ঘটনার তদন্তে পৌঁছায় সজলের বাড়িতে,সজলের মা স্বীকার করে নেন যে তারা সজলকে মহারাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন তার মামার সাথে। তিনি আরও বলেন সজল পুনরায় পড়াশোনা করবে, তাকে ফিরিয়ে আনা হবে। সরস্বতী পূজার আগের দিন পৌঁছে যাবে বাড়ীতে সজল,ফের স্কুলে যাবে। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, দেড় বছর আগে জেলাশাসকের উদ্যোগে প্রত্যেকটি বিদ্যালয়ে তৈরি হয় এই বন্ধুমহল ক্লাব, ওই ক্লাবের এক সদস্য আমাকে প্রথমে জানায়। সাথে সাথে স্কুলের হেডমাস্টারকে ব্যাপারটা জানাই এখন সজল ফের সকলের উদ্যোগে আবার পড়তে পারবে।সজল আবারও স্কুলে আসবে এই কথা শুনে খুশি সজলের বন্ধুরাও।

স

স্ব

স