নিজস্ব সংবাদদাতাঃ গাজায় অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলের হামলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 'আতঙ্কিত' হয়েছেন।
হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, 'আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্স বহরে গাজায় হামলার খবরে আমি আতঙ্কিত। হাসপাতালের বাইরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের ছবি খুবই বেদনাদায়ক। আমি ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলা এবং নারী ও শিশুসহ হত্যা, পঙ্গুকরণ ও অপহরণের কথা ভুলে যায়নি এবং গাজায় আটক সকল জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করছি।'
গুতেরেস গাজায় গোলাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'প্রায় এক মাস ধরে গাজায় শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকদের অবরুদ্ধ করে রাখা হয়েছে, সহায়তা দেওয়া হচ্ছে না, হত্যা করা হচ্ছে। আমি ভয়াবহ মানবিক পরিস্থিতির দিকেও মনোযোগ আকর্ষণ করেছি। মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত খাবার, জল ও ওষুধ আসছে না। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ফুরিয়ে যাচ্ছে।'