মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ, ধ্বংস, বলি শত শত মানুষ! উদ্বিগ্ন জাতিসংঘ

অব্যাহত ইসরায়েল-হামাস যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,mnb

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে জাতিসংঘের মহাসচিব  'গভীরভাবে উদ্বিগ্ন' এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বিভক্ত নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধের বিষয়ে কোনো প্রস্তাব গ্রহণ করেনি, চারটি খসড়া প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান, তীব্র বিমান হামলা এবং গাজা থেকে ইসরায়েলের দিকে অব্যাহত রকেট হামলা।

তিনি তার বিবৃতিতে বলেন, "শুরু থেকেই চলমান লড়াইয়ের ভোগান্তিতে পড়েছে বেসামরিক নাগরিকরা।" 

তিনি বলেন, 'আমি ৭ অক্টোবর হামাস কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বেসামরিক নাগরিকদের হত্যা, আহত ও অপহরণের কোনো যৌক্তিকতা নেই। হামাসের হাতে জিম্মি হওয়া বেসামরিক নাগরিকদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি। আমি গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানাই এবং নিহতদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু বলে যে খবর প্রকাশিত হয়েছে তাতে আমি হতাশ।" 

গুতেরেস 'গাজার বাইরে বিপজ্জনক উত্তেজনা বাড়ার ঝুঁকি' নিয়ে তার শঙ্কার কথাও উল্লেখ করেন।