যুদ্ধ, সংঘাত, নিহত জাতিসংঘের ৬৪ জন ত্রাণকর্মী!

গাজায় সংঘর্ষে জাতিসংঘ এখন পর্যন্ত ৬৪ জন শ্রমিককে হারিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গাজায় ইসরায়েলের অব্যাহত আক্রমণের ফলে জাতিসংঘের অন্তত ৬৪ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, যা এত অল্প সময়ের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে সংঘটিত সংঘাতে জাতিসংঘের সবচেয়ে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) কমিশনার ফিলিপ লাজারিনি বলেন, "মাত্র তিন সপ্তাহের মধ্যে আমি ৬৪ জন সহকর্মীকে হারিয়েছি। শেষ মর্মান্তিক মৃত্যু ঘটেছে দুই ঘণ্টা আগে। মধ্যাঞ্চলের নিরাপত্তা ও নিরাপত্তা বিভাগের প্রধান সামির তার স্ত্রী ও আট সন্তান নিয়ে মারা গেছেন।" 

গাজার বিধ্বস্ত রাষ্ট্রের কথা তুলে ধরে লাজারিনি বলেন, 'তারা মনে করে যে তাদের সঙ্গে অন্য বেসামরিক নাগরিকদের মতো আচরণ করা হয় না এবং তারা মনে করে বিশ্ব তাদের সবাইকে হামাসের সঙ্গে তুলনা করছে। পুরো জনগোষ্ঠীকে অমানবিক করা হচ্ছে।' 

hire