নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার একটি মাইনসুইপিং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। গুর নামে পরিচিত গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, এই বছর বাল্টিক সাগরে রুশ যুদ্ধজাহাজে এটি তাদের চালানো দ্বিতীয় হামলা।
সর্বশেষ অভিযানটি কীভাবে চালানো হয়েছে তা সংস্থাটি না জানালেও জানিয়েছে, আলেকজান্ডার ওবুখোভ আলেকজান্দ্রি-ক্লাস মাইনসুইপারের ইঞ্জিনে একটি গ্যাস পাইপের 'রহস্যময় ছিদ্র' দিয়ে পানি প্রবেশ করেছে। বাল্টিস্ক শহরে অবস্থিত জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করা রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর কালিনিনগ্রাদ এক্সক্লেভ ইউক্রেন থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।