দেশের ইস্পাত কারখানায় ভয়াবহ ড্রোন হামলা! এই মুহূর্তের বড় খবর

রুশ ইস্পাত কারখানায় ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক মুখপাত্র জানিয়েছেন, রুশ ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভোলিপেটস্ক স্টিলের স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোনের একটি 'ঝাঁক' হামলা চালানো হলেও এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

হামলায় অতিরিক্ত ঢালাইয়ের কাজ করা ছাড়া আর কোনো ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র। পশ্চিম রাশিয়ার লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আর্তামোনভ পৃথক এক বিবৃতিতে বলেছেন, স্টিল মিলের ওপর দিয়ে নয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কিয়েভ আনুষ্ঠানিকভাবে এই ধরনের হামলার কথা স্বীকার বা অস্বীকার না করলেও বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে সেগুলো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করছে এবং এগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু।

Adddd