নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুরচাতোভের একটি অনাবাসিক ভবনে ইউক্রেনের ড্রোন হামলার পর রবিবার রাতে আগুন ধরে গেলেও জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট।
জানা গিয়েছে, এফএসবি সিকিউরিটি সার্ভিসের একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। কুরচাতোভ রাশিয়ার অন্যতম বৃহত্তম পারমাণবিক কেন্দ্র।