নিজস্ব সংবাদদাতাঃ রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস বলেছেন, প্রতিবেশী ইউক্রেনের সীমান্তের খুব কাছাকাছি হামলা হয়েছে এবং রাশিয়া বারবার দক্ষিণ ইউক্রেনের ড্যানিউব অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে।
ইউক্রেনের ইজমেইল বন্দরে হামলার সময় ইরানের তৈরি রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে বলে কিয়েভের দাবি প্রত্যাখ্যান করেছে ন্যাটো সদস্য দেশটি।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্যের প্রতিধ্বনি দিয়ে ইয়োহানিস বলেন, "আমরা উদ্বিগ্ন কারণ এই হামলাগুলো রোমানিয়ার সীমান্ত থেকে খুব অল্প দূরত্বের মধ্যে ঘটছে। তবে আমরা সতর্ক রয়েছি।"