রামচন্দ্র আমার প্রেরণা, আমি হিন্দু, বললেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক গুরু মোরারি বাপুর রামাকথায় যোগ দিয়েছিলেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে রামকথার আসরে প্রবচন দিচ্ছেন আধ্যাত্মিক গুরু মুরারি বাপু। আর তাঁর সঙ্গে দেখা করতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ফুল দিয়ে প্রণাম করেন গুরু মুরারি বাপুকে। এরপর তিনি তাঁকে বলেন জয় শ্রীরাম। ঋষি সুনাক বলেন, 'ভারতের স্বাধীনতা দিবসের দিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রামকথার আসরে মুরারি বাপুর সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত সম্মানিত ও আনন্দ অনুভব করছি।' ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছন, বাপু আমি প্রধানমন্ত্রী হিসাবে আসিনি, আজ আমি এসেছি একজন হিন্দু হিসাবে। 

তিনি বলেন, 'ব্রিটিশের পাশাপাশি হিন্দু হিসাবে আমি গর্বিত। ছোটবেলায় ভাই বোনেদের সঙ্গে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। আসলে এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে মিলে যায়।' 

তিনি বলেন 'ভগবান রামচন্দ্র সবসময় আমার অনুপ্রেরণা। বাপু আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সত্য, ভালোবাসা আর দয়াশীলতার শিক্ষা এটা আজ আরও বেশি প্রাসঙ্গিক।' ঋষি সুনাক মঞ্চের আরতিতেও অংশ নেন।