নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলাকে অযৌক্তিক শক্তি প্রয়োগ বলে আখ্যায়িত করেছেন এবং দুই দেশ লোহিত সাগরকে 'রক্তের সাগরে' পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, "আঙ্কারা বিভিন্ন চ্যানেল থেকে শুনছে যে ইরান সমর্থিত হুতি বাহিনী যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে 'সফল প্রতিরক্ষা' চালাচ্ছে।"