নিজস্ব সংবাদদাতাঃ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি গ্রামে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর হামলায় তিনজন নিহত হয়েছেন।
সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর হামলাকারীরা সোমবার গভীর রাতে কামওয়েঙ্গে জেলার একটি গ্রামে হামলা চালিয়ে ৭৫ বছর বয়সী এক নারী ও তার দুই নাতি-নাতনিকে হত্যা করে।
এডিএফ মূলত কাম্পালা বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী ছিল যা রুয়েনজোরি পর্বতমালায় তার ঘাঁটি থেকে রাষ্ট্রপতি ইয়োভেরি মুসেভেনির সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল।