'বাংলায় শিরদাঁড়ার ব্যবসা...এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে…', কড়া হুঁশিয়ারি দিয়ে বিতর্কে উদয়ন

বিতর্কিত মন্তব্যে ফের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

author-image
Aniruddha Chakraborty
New Update
udayanguha

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দিনহাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমরা আজকে থেকে ভোটের প্রচার শুরু করব। আমরা অপেক্ষা করে আছি আমাদের নেত্রী আমাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন। যে প্রার্থীর নামই তিনি ঘোষণা করেন না কেন আমরা জেলা পার্টি ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জয়ী করব।" 

উদয়ন আরও বলেন, "আমি যখন উপ নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড করতে পারিনি। এবার ওটাকে টপকে আমরা সর্ব ভারতীয় ক্ষেত্রে রেকর্ড করব বলে আশা করছি।" 

একইসঙ্গে বিরোধীদেরও কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, "যাঁরা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন, সে রামই হোক বামই হোক বা অন্য কোনও রাজনৈতিক দলই হোক যাঁরা শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁদের শিরদাঁড়া এবারে নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আগামী দিনগুলোতে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে তাদের চলতে হবে।"  এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।