বন্দুকধারীদের হাতে অপহরণ! অবশেষে ছাড়া পেল দুই বিদেশী নাগরিক, মুখে হাসি

নাইজেরিয়ায় বেড়ে চলেছে অপহরণের ঘটনা।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসের শুরুর দিকে নাইজেরিয়ায় বন্দুকধারীদের হাতে অপহৃত দুই দক্ষিণ কোরিয়ান নাগরিককে নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১২ ডিসেম্বর নাইজেরিয়ার তেল উৎপাদনকারী নাইজার ডেল্টায় বন্দুকধারীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে চার সৈন্য ও দুই বেসামরিক চালককে হত্যা করে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'শুক্রবার আমরা অপহৃত দুই কোরিয়ান নাগরিককে হেফাজতে নিয়েছি। দু'জনেই বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালে চেকআপের পর তারা নিরাপদ এলাকায় চলে যান এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।' 

উল্লেখ্য, বছরের পর বছর ধরে নাইজার বদ্বীপে জঙ্গিদের হামলা হ্রাস পেয়েছে। তবে অঞ্চলটি অস্থিতিশীল এবং অপরিশোধিত তেল চুরি এবং পাইপলাইন ভাঙচুরের শিকার, যা নাইজেরিয়ার তেল উৎপাদনকে প্রভাবিত করেছে।

hire