নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বাহরাইচ হিংসায় এসটিএফ-র এনকাউন্টারে ২ জন অভিযুক্ত আহত হয়েছে। এই বিষয়ে উত্তরপ্রদেশের এসটিএফ প্রধান অমিতাভ যশ জানিয়েছেন, "অল্প সময়ের জন্য গুলির লড়াই হয়, যাতে সরফরাজ ও মহম্মদ তালিব আহত হন। মামলার প্রধান আসামি মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।"
সূত্রে খবর, উত্তরপ্রদেশ এসটিএফ-র সঙ্গে এনকাউন্টারে আহত দুই অভিযুক্ত মহম্মদ সরফরাজ ও মহম্মদ তালিবকে বাহরাইচ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই বিষয়ে বাহরাইচ-র এসপি বৃন্দা শুক্লা বলেন, "যখন পুলিশের দলটি হত্যার অস্ত্র উদ্ধারের জন্য নানপাড়া এলাকায় যায়, তখন মহম্মদ সরফরাজ ওরফে রিঙ্কু এবং মহম্মদ তালিব ওরফে সাবলু খুনের অস্ত্রটি লোডেড অবস্থায় রেখেছিল, যা তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়, এতে দুজন আহত হয়। তাদের চিকিৎসা চলছে। বাকি তিন আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। পাঁচজনকেই সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্য আসামিদের খোঁজে তল্লাশি চলছে। তাদের চিকিৎসা চলছে এবং তারা বেঁচে আছেন।"