নিজস্ব সংবাদদাতাঃ জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার বলেছেন, জার্মান বিমান বাহিনীর দুটি বিমান উপকরণ নিয়ে ইসরায়েলে যাবে এবং দেশ ছাড়তে ইচ্ছুক জার্মান নাগরিকদের ফিরিয়ে আনবে।
বিমান বাহিনী কতজন জার্মানকে উড্ডয়ন করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও জানিয়েছে, এ৪০০এম বিমানগুলো যথাক্রমে ভোর ৩টা ও ৪টা ৩০ মিনিটে জার্মানির উনস্টরফ বিমান ঘাঁটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'এটি সামরিক উচ্ছেদের শুরু নয়, কারণ বাণিজ্যিক প্রস্থানের বিকল্প এখনও বিদ্যমান।'
ইসরায়েলে যে সব উপকরণ নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিমান বাহিনী।