নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিকটবর্তী একটি ছোট শহরে শনিবার 'ডাবল ট্যাপ' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
কর্মকর্তারা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে সিরিজ হামলায় চারজন এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে আরও দু'জন নিহত হওয়ার খবর দিয়েছেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, খারকিভের দক্ষিণ-পশ্চিমে বুদির রেলস্টেশন লক্ষ্য করে মধ্যাহ্নের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। উদ্ধারকারী দল পৌঁছানোর পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ওই এলাকায় আঘাত হানে।
এসব ঘটনায় দুই শিশুসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।