দুদিন পরেই শুরু মাধ্যমিক, রাজ্যে চলবে অতিরিক্ত বিশেষ বাস

আগামী ১২ ফেব্রুয়ারি অবধি চলবে পরীক্ষা।

author-image
Adrita
New Update
য

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ হাতে মাত্র আর ২ টো দিন বাকি। তার পরেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১২ তারিখ পর্যন্ত। আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে রাজ্যের তিন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডব্লিউবিটিসি’র–র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এক নির্দেশিকায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় বেশি পরিমাণে বাস চালানোর জন্য সমস্ত ডিপো ম্যানেজারদের নির্দেশ দিয়েছেন। ওই ক’‌দিন চালকদের ছুটির ক্ষেত্রে কড়া নিয়ম জারি করা হয়েছে।

পরীক্ষার জন্য নির্ধারিত বাসগুলির সামনে ‘‌এক্সামিনেশন স্পেশাল’‌ বোর্ড ঝোলানো এবং ফেয়ার চার্ট অনুসারে ভাড়া নেওয়ার কথা ওই নির্দেশিকায় জানানো হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষার্থীরা যাতে স্পেশাল বাসে উঠতে পারে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জরুরী দরকারের জন্য দুটো নন এসি বাসকে হাওড়া ডিপোতে রাখা হবে।

বাস পরিষেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০৩৩২২৩৬-০৪৬২/০৪৬৩ নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।  

স

স্ব

স