নিজস্ব সংবাদদাতাঃ নাগোর্নো-কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আর্মেনীয় মানবাধিকার কর্মকর্তা জানিয়েছেন, আজারবাইজানের সামরিক অভিযানের ফলে মঙ্গলবার সেখানে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন গেঘাম স্টেপানিয়ান।
স্টেপানিয়ান পরে আরও জানান, ' ২৯ জন বেসামরিক নাগরিকসহ ১৩৮ জন আহত হয়েছেন।'
আজারবাইজান আর্মেনিয়া নিয়ন্ত্রিত কারাবাখে সৈন্য প্রেরণ করেছে, যা আন্তর্জাতিকভাবে তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসাবে স্বীকৃত, এই অঞ্চলটিকে জোর করে হিলে আনার প্রয়াসে, প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে একটি নতুন যুদ্ধের হুমকি বাড়িয়ে তুলেছে।