ভয়াবহ ঘটনা-উদ্ধার ১৬ জন অভিবাসীর পচাগলা মৃতদেহ!

তিউনিসিয়ায় ১৬ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

author-image
Aniruddha Chakraborty
New Update
dead body .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, তিউনিসিয়ার কোস্টগার্ড মালুলেচ, সালাকতা ও চেব্বা শহরের উপকূল থেকে ১৬ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে।

ন্যাশনাল গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেম এদ্দিন জেবাবলি বলেন, 'সপ্তাহান্তে ও সোমবার মৃতদেহগুলো পাওয়া গেছে। মৃতদেহগুলো পচে যাওয়ায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।' 

গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার জেরবা উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছে। গত মাসে একই এলাকা থেকে সাব-সাহারান আফ্রিকান ১৩ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়।

তিউনিশিয়া এক নজিরবিহীন অভিবাসন সংকটে জর্জরিত এবং ইউরোপে উন্নত জীবনের সন্ধানে তিউনিশীয় এবং আফ্রিকার অন্যান্য জায়গা থেকে আসা লোকদের জন্য প্রধান প্রস্থান পয়েন্ট হিসাবে লিবিয়াকে প্রতিস্থাপন করেছে।