যুদ্ধঃ হাসপাতাল থেকে ২০ সন্ত্রাসীকে আটক করল সেনারা

অব্যাহত ইসরায়েল-হামাস যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফ জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল হাসপাতালে লুকিয়ে থাকা ২০ সন্ত্রাসীকে আটক করেছে সেনারা।

cityaddnew

হামাসের প্রাঙ্গণ ব্যবহারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে গিভাতি ইনফ্যান্ট্রি ব্রিগেড, নৌবাহিনীর শায়েতেত ১৩ কমান্ডো ইউনিট এবং অন্যান্য বিশেষ বাহিনী হাসপাতাল এলাকায় তৎপরতা চালায়।

aad

আইডিএফ বলছে, সৈন্যরা হাসপাতালে লুকিয়ে থাকা হামাস সদস্যসহ ২০ সন্ত্রাসীকে আটক করেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ইসরাইলে নিয়ে আসা হয়েছে।

aad

আইডিএফ জানিয়েছে, হাসপাতালের কর্মীদের সঙ্গে সমন্বয় করে আল-আমালে অভিযান চালানো হয়।

এতে বলা হয়েছে, সৈন্যরা গুলি না চালিয়ে 'নির্ভুল ও বেছে বেছে চত্বর' তল্লাশি চালিয়েছে, যাতে হাসপাতালের কার্যক্রম ব্যাহত না হয়।

আইডিএফ জানিয়েছে, এই অভিযানে কোনো কর্মী বা রোগীর ক্ষতি হয়নি।