নিজস্ব প্রতিনিধি: ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই তৃণমূলের বিক্ষোভ দাসপুরে। ব্রিজ তৈরির স্থান পরিবর্তনের অভিযোগ তুলে ঘাটালের ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দাসপুরের তৃণমূল কর্মী ও এলাকাবাসীদের। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিমতলা খেয়াঘাট এলাকায়। জানা গিয়েছে, দাসপুরের ওপর দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। এই নদীর একদিকে দাসপুর অপরদিকে ঘাটাল। আর আজ দাসপুরের নিমতলা খেয়াঘাট এলাকায় দাসপুর ও ঘাটাল এলাকার কিছু তৃণমূল কর্মী ও এলাকাবাসী বিক্ষোভে সামিল হয়। জানা য়ায়, একটি সরকারি ব্রিজ নির্মাণ হওয়ার কথা ছিল আর সেই ব্রিজটি ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি নিজের ব্যক্তিগত স্বার্থে প্রায় ৪ কিলোমিটার দূরে নির্মাণ করতে চলেছে। আর যার কারণে আজকের এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবী, নিমতলা খেয়াঘাট এলাকাতেই ব্রিজ নির্মাণ করতে হবে। কারণ এখানে যাতায়াতের ক্ষেত্রে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষজন এটা দিয়ে যাতায়াত করে। স্কুল কলেজ থেকে হাসপাতাল সব ক্ষেত্রেও এখান দিয়ে যেতে সুবিধা তাই এই এলাকাতেই ব্রিজ নির্মাণ করতে হবে, এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন সহ তৃণমূলের নেতৃত্বরা। ব্রিজের স্থান পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন ঘাটাল ব্লকের ও দাসপুরের বেশকয়েকজন তৃণমুলের গ্রাম পঞ্চায়েত সদস্যও। তবে এই বিষয়ে দিলীপ মাঝি বলেন, "এই ব্রিজ কবে হবে তার কোনও নিশ্চয়তা নেই। একটি ফুটব্রিজ হওয়ার কথা আছে তাও যেই টাকা বেরিয়েছে তার মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। মানুষ যেখানে চাইবে সেখানেই ব্রিজ হবে। আমার বিরুদ্ধে কেনও আন্দোলন করছে আমিও ঠিক বুঝতে পারছি না।" তবে যাই হোক ব্রিজ নির্মাণের নির্ধারিত স্থান পরিবর্তন করা নিয়ে ব্লক তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলেরই আন্দোলনে শুরু জোর শোরগোল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .