নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কর্মীরা। এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের রাণীচক গ্রাম পঞ্চায়েতের। জানা যায় কয়েকদিন আগে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল খালি করে প্রায় ২১ লক্ষ টাকা সিপিএমের প্রাক্তন প্রধান রিতা সামন্তের অ্যাকাউন্টে ঢোকে। বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধানের মদতে গ্রাম পঞ্চায়েতের টাকা তছনছ করা হচ্ছে এই অভিযোগ তুলে আজ রাণীচক গ্রাম পঞ্চায়েতের গেটে বসে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূলের কর্মী সমর্থকরা।
তাদের অভিযোগ বোর্ড গঠনের এই ছয় মাস ধরে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা বিভিন্নভাবে তছনছ করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ পন্ডিত। গ্রাম পঞ্চায়েতের তহবিলের টাকা ফেরত সহ গ্রাম পঞ্চায়েতের ছ মাসের সমস্ত হিসেব চাই এই দাবিতে রাণীচক গ্রাম পঞ্চায়েতের গেট বন্ধ করে তৃণমূল কর্মীদের অবস্থান বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ,পুলিশের সাথে বিক্ষোভকারীদের চলে দফায় দফায় আলোচনা। যতোদিন না টাকা ফেরত হচ্ছে এবং প্রশাসন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তৃণমূল নেতৃত্বরা।