আরজি কর কাণ্ডের প্রতিবাদে পোড়ানো হল তৃণমূলের পতাকা, কটাক্ষ সায়নীর

কি জানালেন নেত্রী ?

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। আজ রাতের বেলা ফের একবার জুনিয়র ডাক্তাররা একজোট হবেন। তারা আজ মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে সমবেত হবেন।

h

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা তরুণীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে সারা শহরের লাইট অফ করে মোমবাতি জ্বালায়। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই ধিক্কার জানিয়েছেন। 

গতকাল রাতে প্রতিবাদীরা রাস্তায় শাসক দল তৃণমূলের পতাকা পুড়িয়েছে। এই নিয়ে আজ সকাল থেকেই নানা বিতর্কের সশুরু হয়েছে। এই নিয়ে এক ' এক্স ' বার্তায় সরব হয়েছেন যুব নেত্রী সায়নী ঘোষ। তিনি এক ভিডিও পোস্ট করে লিখেছেন, '' গত রাতে জিরো পার্টির কমরেডদের একটানা নির্বাচনী পরাজয়ের জন্য বেরিয়ে আসতে দেখা গেছে। আপনি আমাদের পতাকা পুড়িয়ে ফেলুন এবং বাংলার মানুষ আগামী আরও ৩৪ বছর আপনার নির্বাচনী আকাঙ্ক্ষাকে কবর দেবে। নগ্ন সুবিধাবাদী, আইন-শৃঙ্খলা বিঘ্নিত করছে বিচার না চেয়ে দৃষ্টি আকর্ষণ ! ''