নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের রেল এলাকায় রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ, জল ও ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার কারণে আজ সকালে খড়্গপুরের বাংলো সাইড এলাকায় রেলের ডিআরএমের বাংলোর সামনে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুত হয় বস্তি এলাকার মানুষজন সহ তৃণমূল কংগ্রেস। ডিআরএম এর বাংলোতে বিক্ষোভ দেখানোর আগেই আরপিএফ পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে বাধা দেয় বিক্ষোভ দেখানোর জন্য। তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে আরপিএফএর এর সঙ্গে ধস্তাধস্তি করে এবং মহিলা আরপিএফের কলার ধরে ধাক্কা দিয়ে ডিআরএম এর বাংলোর সামনে বসে বিক্ষোভ দেখায়।
জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী বলেন, '' নির্বাচনের আগে বিজেপির কোথায় বস্তি এলাকায় গিয়ে গরিব মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। সেই জন্য আজকে আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হলো। ডিআরএম এর ঘরের সামনে এসে অবস্থান করার জন্য। এসব অবিলম্বে বন্ধ করুন। খড়গপুর শহরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই দায়িত্ব রেল প্রশাসনকে নিতে হবে। গরিব মানুষ দেশে নাগরিক, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। তার ঘরে গিয়ে বিদ্যুৎ কানেকশন কেটে দিবে? কি অর্ডার আছে। জলের কানেকশন কেটে দিবে। আজকে এই মেসেজটা দেওয়ার জন্যই এখানে আসা। ''