মাওবাদী হামলায় নিহত ই এফ আর জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয়।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারি ঝাড়গ্রামের বিনপুর থানার শিলদার নিমতলা চকে ই এফ আর জওয়ানদের ক্যাম্পে মাওবাদীরা হামলা চালায়। মাওবাদীদের হামলায় ২৪ জন ই এফ আর জওয়ান মারা যায়। তারপর  মাওবাদী হামলায় নিহত ইএফ আর জওয়ানদের প্রতি রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয়। তাই বৃহস্পতিবার শিলদায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃহস্পতিবার নিহত ২৪ জন ই এফ আর জওয়ানদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলাশাসক সুনীল আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথমেই ওই নিহত ই এফ আর জওয়ানদের উদ্দেশ্যে লাগানো চব্বিশটি মেহগনি গাছে জল দেন পুলিশ সুপার, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

gf

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন '' ২০১০ সালের ১৫ ই ফেব্রুয়ারি মাওবাদী হামলায় নিহত ২৪ জন ইএফআর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন আর মাওবাদীরা নেই, আর মাওবাদী ভয় নেই। মানুষ শান্তিতে রয়েছেন। '' 

v