নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ পরিবেশ বাঁচাতে সাইকেলে করে ভারত ভ্রম করছেন কাঁচরাপাড়ার তারক চন্দ্র পাল। গত ডিসেম্বর মাসের উওর ২৪ পরগনার কাঁচরাপাড়া এলাকা থেকে তিনি রওনা দিয়েছিলেন। ৫২ বছর বয়সী তারক বাবু মাধ্যমিক দেওয়ার পর থেকেই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেরিয়েছেন। এই নিয়ে দুবার হল তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন।
পরিবেশ রক্ষার এমনই পাগল তিনি এই কাজ করার জন্য চাকরি ছেড়েছেন। আজ তিনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরীতে পৌঁছে জানান, এটা তার দ্বিতীয় পর্যায়ের ভারত ভ্রমণ। গত ডিসেম্বর মাসে বেরিয়ে ঝাড়খন্ড, বিয়ার হয়ে জঙ্গলমহলে আসেন। তারকবাবুর কথায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা, যা জঙ্গলমহল নামে পরিচিত আর এই সময় বসন্তকালে পাতা ঝরে পড়ে আর কিছু গ্রামের মানুষজন আছেন সেই ঝরা পাতাগুলিকে আগুন লাগিয়ে দেয়। আমি বলব আপনার বাড়িতে যদি কেউ এরকম ভাবে আগুন লাগতো তাহলে কেমন লাগতো একই রকম ভাবে এই জঙ্গলে বহু পশুপাখি বসবাস করেন এটাই তাদের বাড়ি। আপনি আগুন লাগিয়ে দেওয়ার ফলে তাদের বাড়ির ঘর সব পুড়ে ছাই হয়ে যাবে। তখন তারা যাবে কোথায়। তারক বাবু তার এই সফরে মাঝে বিভিন্ন স্কুল, কলেজে সচেতন মাত্র ছড়িয়ে আসেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন।
ছাত্র-ছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করেন পরিবেশ সচেতনতার কথা। তিনি বলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা থেকে এরপর যাবেন ওড়িশা রাজ্যে। সেখান থেকে ঘুরবেন দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা।