দুঃসংবাদ! ১৩ দিনের জন্য বন্ধ হয়ে গেল সব ট্রেন

মাঝে মাঝে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর আসছে। এবার আবার ১৩ দিনের জন্য বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। এক্সপ্রেসসহ মেল ট্রেন বাতিল করা হয়েছে। দেখুন তালিকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Train

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লাইনের কাজের জন্য পুরী রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে কিছুদিন আগেই। এবার ফের অন্য রুটেও ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল। একাধিক ট্রেন বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগের আশঙ্কা অনেক বেশি। ময়ূরাক্ষী এক্সপ্রেসসহ ১০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রামপুরহাট-চাতরা রুটে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে যে এই রুটে একটানা ১৩ দিন ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ট্রেন বাতিলের ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি যারা তারাপীঠ বা শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তারাও সমস্যার সম্মুখীন হবে। রামপুরহাট চাতরা রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ১৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। রামপুরহাট এবং চাতরার মাঝে তৃতীয় লাইনের কাজ আরম্ভ হওয়ার জন্য বন্ধ থাকবে ট্রেন পরিষেবা।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল- তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, দিঘা-মালদহ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস, রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস।