জেলায় ৬৬৩৬টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ শিবির

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি,কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির করা হয়। 

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তগর্ত ৬৬৩৬ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষন শিবির হবে জেলা জুড়ে।তারপর প্রথম ধাপের কর্মসূচি শুরু হোলো ডেবরায়। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি,কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির করা হয়। 

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, এডিএম ডেভলপমেন্ট কেম্পাইয়া হুন্নাইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, আবু কালাম বক্স, আশীষ হুদাইত, ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ী, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা। এদিন ডেবরা ব্লকের ৪২৮ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

ফ

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বর্তমান অবস্থা, কোনটার কাজ করতে হবে,রান্নার গুনগত মান, বাল্য বিবাহ রোধ নিয়ে প্রচার, সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় ৬৬৩৬ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের নিয়ে এই শিবির হবে প্রত্যেকটি ব্লক ধরে ধরে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সুস্থ পরিবেশ, বাচ্চাদের কেন্দ্রে নজর রাখা, মিড ডে মিল ঠিকঠাক দেওয়া, গর্ভবতী মায়েদের নজর রাখা, সহ একাধিক নির্দেশ দেওয়া হয় এদিন।  

স

স্ব

স