উর্দি পড়ে ঝাঁটা, বেলচা আর কোদাল হাতে শহরের রাস্তায় ট্রাফিক আধিকারিকরা

দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ইস্পাত নগরী যাওয়ার রাস্তার রাস্তার মাঝে বেশ কয়েকটি রোটারি রয়েছে।

author-image
Adrita
New Update
চ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ রোটারীতে জমেছে বালি। পিছলে পড়ছে বাইক। জখম হচ্ছে একের পর এক আরোহী। সেই দুর্ঘটনা রুখতে বেলচা ঝাঁটা আর কোদাল হাতে ট্রাফিক আধিকারিকরা। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ইস্পাত নগরী যাওয়ার রাস্তার রাস্তার মাঝে বেশ কয়েকটি রোটারি রয়েছে। সেই রোটারিগুলিতে জমেছে বালি। যখন কোন বাইক আরোহী সেই রোটারি দিয়ে ঘুরে যাচ্ছেন তখনই পিছলে যাচ্ছে বাইক। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। সেই ঘটনা রুখতে দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েকের নেতৃত্বে ট্রাফিক আধিকারিকদের এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রোটারির সামনে চলে সেই বালি সরানোর কাজ।

ঝাঁট দিয়ে রাস্তায় জমে থাকা বালি বেলচা, কোদালে করে রাস্তার পাশেও ফেলতে দেখা যায়। দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক বলেন,"তারা প্রতিনিয়ত সাধারন মানুষকে সচেতন করেন। এবার সাধারণ মানুষকে সুরক্ষা দিতে রোটারিতে জমে থাকা বালিও পরিষ্কার করছেন। সাধারণ মানুষকে যাতে দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেজন্যই তাদের এই উদ্যোগ। দুর্ঘটনা কমবে বলেও আশাবাদী তিনি। "  পথচারী থেকে  বাইক আরোহী বলেন," ট্রাফিক আধিকারিকদের এই ধরনের উদ্যোগ তারা আগে কখনো দেখেননি। এই ঘটনায় খুশি তারা। "

add 4.jpeg