নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিল চা শ্রমিকদের আটটি ট্রেড ইউনিয়ন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ। বোনাস জটিলতার জেরেই আচমকা পাহাড় বনধের ডাক দেওয়া হয়েছে। বনধে সিটু ছাড়াও অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চাও রয়েছে।
সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক জানান, “২০ শতাংশ বোনাসের দাবিতে চারটি বৈঠক হয়েছে। মালিকরা ১৩ শতাংশ বোনাস দিতে চান। আমরা মানছি না। পাহাড়ের চা উন্নত। গুণমানের দার্জিলিং টি। তরাই ও ডুয়ার্সের চা যেখানে তুলনায় কম গুণগত মানের, তবু বাগান মালিকেরা ১৬ শতাংশ বোনাস দিচ্ছেন। পাহাড়ে কেন মালিকরা রাজি হবেন না? তাই বাধ্য হয়েই বনধ ডাকা হল। তবে যে সব পর্যটক আসবেন তাদের যাতে অসুবিধা না হয় সুনিশ্চিত করব।”
সাংসদ রাজু বিস্তা জানান, চা শ্রমিকদের দাবির সঙ্গে তাঁর সমর্থন রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পাহাড়ে পিকেটিং শুরু হয়ে যাবে। অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম এই বনধ-এর অন্যতম অংশীদার। ফলে সকাল থেকে পাহাড় বনধ সর্বাত্মক হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।