নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর কাসাই-সেন্ট্রাল প্রদেশে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন বলে কানঙ্গা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে। ভূমিধসে ঘরবাড়ি, গির্জা ও রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গভর্নর জন কাবেয়া বলেন, 'কানাঙ্গা কমিউন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।'
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বস্তুগত ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের জন্য তারা একটি তদন্ত পরিচালনা করবে।
কানঙ্গার মেয়র রোজ মুয়াদি মুসুবে বলেন, 'অনুপযুক্ত জমিতে নির্মিত বাড়ির দেয়াল ধসে এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে।'