নিজস্ব সংবাদদাতাঃ ফিলাডেলফিয়ার দিকে অগ্রসর হচ্ছে ভয়াবহ ঝড়। আগামী ১৫-৩০ মিনিটের মধ্যে ঝড় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, ৭০ মাইল বেগে বাতাস বইবে।
জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ঝড়ের কারণে সোমবার রাতে ১১টি অঙ্গরাজ্যে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত জর্জিয়ায় ২,১৪,০০০ এরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল এবং নর্থ ক্যারোলিনায় অন্ধকারে ছিল আরও ১৯৫,০০০ গ্রাহক। মেরিল্যান্ড এবং পেনসিলভেনিয়াও যথাক্রমে ১২৯,০০০ এবং ১৭৮,০০০ এরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার।
সম্ভাব্য ধ্বংসাত্মক বাতাসের সর্বাধিক ঝুঁকি পশ্চিম ভার্জিনিয়া থেকে সুদূর দক্ষিণ পেনসিলভেনিয়া পর্যন্ত একটি করিডোর বরাবর কেন্দ্রীভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
টেনেসি, আলাবামা, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া, নিউ জার্সি এবং ডেলাওয়্যারেও হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।