নিজস্ব সংবাদদাতা: মধ্য বঙ্গ সাগর এবং সংলগ্ন উত্তরবঙ্গ সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে চলেছে এটি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গেছে যে আজ এবং আগামী ১৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।