নিজস্ব সংবাদদাতা: অন্যান্য সবজির দাম এখন খানিকটা কমেছে। রোজের সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে চলছে। কিন্তু এখনও পকেটে টান ধরাচ্ছে টমেটোর দাম। একশো-দেড়শো পেরিয়ে টমেটো এবার ২০০।
কসবা থেকে গড়িয়াহাট, উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই তাকান না কেন, টমেটোর দাম ২০০ টাকা কেজি। কোথাও খুব কমলে তা ১৮০ টাকা কেজি। যা রীতিমতো ছেঁকা দিচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, বেশিরভাগ টমেটো আসছে ব্যাঙ্গালুরু থেকে। আর সেখানে এখন আবহাওয়া খারাপ। আর সেই জন্যেই নাকি টমেটোর দামের এত বাড়বাড়ন্ত।