Panchayet Election 2023: মনোনয়নের স্ক্রুটিনি আজ, নিরাপত্তায় মোড়া ভাঙড়

মনোনয়নের স্ক্রুটিনি ঘিরে থমথমে ভাঙড়। আজ সেখানে মনোনয়ন পত্র পর্যালোচনা করে দেখা হবে। আর তা নিয়ে নতুন করে অশান্তি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন ঘিরে কেমন অশান্ত ছিল ভাঙড়, তা দেখেছে গোটা বাংলা। মূলত, একেবারে শেষদিন হামলার পাশাপাশি মৃতদেহ পড়েছিল দলীয় কর্মীদের। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। 

আর এবার সময় স্ক্রুটিনির। আজ ভাঙড়ে রয়েছে মনোনয়নের স্ক্রুটিনি। গতকাল ভাঙড় সরজমিনে খতিয়ে দেখেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেদিন দেখা যায়নি কোনও উচ্চপদস্থ পুলিশ অফিসারকে। যা নিয়ে চর্চাও হয়েছে বিরোধীদের মধ্যে। তবে শনিবার সকাল থেকে চিত্রটা একেবারে আলাদা।

এদিন সকাল থেকেই পুলিশি টহল লক্ষ্য করা যায় ভাঙড়ে। পুলিশ সুপার মিস পুষ্পার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন এলাকায় টহল দেয়। মনোনয়নের স্ক্রুটিনি ঘিরে ফের উত্তেজনা ছড়াতে পারে ভাঙড়ে, এই আগাম ভাবনা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন হল সমগ্র এলাকায়।