নিজস্ব সংবাদদাতা: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সর্বদিক থেকে প্রস্তুত রয়েছে প্রশাসন। কোনও রকম কোনও বড় ক্ষতির মুখে পড়তে নারাজ সরকার। তাই ব্যবস্থা রয়েছে আঁটোসাঁটো।
সেই পরিপ্রেক্ষিতেই আজ গুজরাটের দেবভূমি দ্বারকার দ্বারকাধীশ মন্দির ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আজ ভগবান দর্শন করতে পারবেন না ভক্তরা। মূলত ঘূর্ণিঝড়ের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত।
আইএমডি অনুসারে, ঘূর্ণিঝড় বিপর্যয় আজ সন্ধ্যার মধ্যে সৌরাষ্ট্র ও কচ্ছ এবং তৎসংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করবে। ল্যান্ডফল হবে জাখাউ বন্দরের কাছে মান্ডভি ও করাচির মাঝে।