বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি বুঝবে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদার।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদার বলেছেন, "বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি বুঝবে। ওরা তৃণমূলের দিকে আঙুল তুলেছিল।

rajonya

কিন্তু ওরা ভুলে গেছিল যে, কারোর দিকে একটা আঙুল তুললে, বাকি চারটে আঙুল নিজের দিকে থাকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক কিছু বলেছিল তারা।

publive-image

নব্য তৃণমূল ও প্রাচীন তৃণমূল বলে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল। এসব করেও নির্বাচনে কোনও প্রভাব পড়েনি। বাংলা থেকে বামফ্রন্টের মতো, বিজেপিরাও তো শূন্যের দিকে এগোচ্ছে, এবার ওরা ওদের দলকে কিভাবে পরিচালনা করবে সেটা সম্পূর্ণ ওদের বিষয়।"

 

Add 1