নিজস্ব সংবাদদাতাঃ নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল। বিজেপির সমর্থন নিয়েই কি তিনি পঞ্চায়েত বোর্ডের প্রধান হয়েছেন? এমন প্রশ্ন বৃহস্পতিবার থেকেই উঠতে শুরু করেছিল। কারণ সেখানে পঞ্চায়েতের আসন সংখ্যা রয়েছে ১৮। তৃণমূল জিতেছিল ১২টি আসন। বাকি ছ’টি আসন বিজেপির। এদিকে তৃণমূলের তরফে দু’জন প্রধান পদপ্রার্থী ছিলেন। সেক্ষেত্রে হাবিবুল কীভাবে ১২ ভোট পেয়ে গেলেন প্রধান পদের জন্য ভোটাভুটিতে, তা নিয়ে প্রশ্ন উঠছিল নন্দীগ্রামে তৃণমূলের অন্দরেই। আর এসবের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক অফিসের সামনে তুমুল বিক্ষোভ দলের কর্মী-সমর্থকদের একাংশের। শেখ সুফিয়ানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী ও সমর্থকরা।
এদিকে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে দুই দলের হুইপ। দেখা যাচ্ছে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার তরফে নির্দেশ ছিল প্রধান পদের জন্য অপর পদপ্রার্থী শাহনওয়াজ আলি খানকেই সমর্থন করার জন্য। আবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার তরফে নির্দেশ ছিল শেখ হাবিবুলকে সমর্থন করার জন্য।