২১ জুলাইয়ের 'দাদাগিরি', রেল পেল ৮৪০টি অভিযোগ

উত্তরবঙ্গের একাধিক ট্রেনে করে কলকাতায় এসেছেন তারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bghijoi

File Picture

নিজস্ব সংবাদদাতা: গন্তব্য ২১ জুলাইয়ের মঞ্চ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে পা মেলাচ্ছেন তৃণমূলের দলীয় কর্মীরা। উত্তরবঙ্গের তৃণমূলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতায় এসে পা রেখেছেন। গত দু’দিন ধরেই কলকাতায় আসছে কোচবিহার, জলপাইগুড়ি, মালদার তৃণমূল কর্মীরা। উত্তরবঙ্গের একাধিক ট্রেনে করে কলকাতায় এসেছেন তারা। আর সেখানেই দলের নাম করে দাদাগিরি দেখিয়েছেন তৃণমূলের সমর্থক কর্মীরা।

গত ২ দিনে ট্রেনের সাধারণ যাত্রীদের অন্তত ৮৪০টি অভিযোগ রেলের ‘রেল মদত’ অ্যাপে জমা পড়েছে। তাতে দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা, তিস্তা-তোর্সা এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রীরা অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

vcvcb25.jpg

আর সেখানে অভিযোগের কারণই হচ্ছে, সংরক্ষিত আসন দখল, ঝামেলা পাকানো, সাধারণ কামরায় আসন থেকে জোর করে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। যা দেখে রেলের অনেকেই বলছেন, ‘শহীদ দিবস বলে কথা, তাই দাদাগিরি তো স্বাভাবিক’! 

Adddd