নিজস্ব সংবাদদাতা: ১০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে পঞ্চায়েতে তৃণমূলের টিকিট। টাকা নিয়েছেন খোদ বিধায়ক। এমনি অভিযোগ তুলে দল ছাড়লেন তৃণমূলের কর্মী। তবে একজন নন, শতাধিক তৃণমূলের কর্মী দল ছেড়ে যোগ দিলেন আইএসএফে।
বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারা বৈদ্য। তার সঙ্গেই দল ছেড়েছেন শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। এই বিষয়ে অবশ্য ঘাসফুল শিবিরের দিকেই আঙুল তুলে দিয়েছেন চকতারা বৈদ্য। তাঁর কথায়, ১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে বিভিন্ন কর্মীদের কাছ থেকে। কিন্তু সঠিক সময়ে হাত তুলে নিয়েছেন তিনি। সেই অভিযোগেই এবার তৃণমূলের ছত্রছায়া থেকে বেরিয়ে এলেন শতাধিক কর্মী।