অধিকারের দাবিতে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’

তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজের নিজের লোকসভা কেন্দ্রে আগামী ১০ দিন ধরে অধিকার যাত্রা করবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
111

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটে বাংলা-বিরোধীদের বিসর্জন দিতে নতুন প্রচার-কৌশল নিয়েছে তৃণমূল। কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। আজ থেকেই শুরু হচ্ছে তৃণমূলের এই প্রচার কর্মসূচী।

TMC edit .jpg

এই কর্মসূচীর আওতায় তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজের নিজের লোকসভা কেন্দ্রে আগামী ১০ দিন ধরে অধিকার যাত্রা করবেন। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা। যারা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, মূলত তাঁদের মাঝে গিয়েই প্রচার চালানো এর মূল উদ্দেশ্য। নিজের কেন্দ্রে দরজায় দরজায় ঘুরে প্রচার ও মিছিল করবেন তৃণমূল প্রার্থীরা। আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণে তৃণমূলের এই ‘অধিকার যাত্রা’ হবে।

women power tmc .jpg

Add 1

cityaddnew

ADDD