নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটে বাংলা-বিরোধীদের বিসর্জন দিতে নতুন প্রচার-কৌশল নিয়েছে তৃণমূল। কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। আজ থেকেই শুরু হচ্ছে তৃণমূলের এই প্রচার কর্মসূচী।
এই কর্মসূচীর আওতায় তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজের নিজের লোকসভা কেন্দ্রে আগামী ১০ দিন ধরে অধিকার যাত্রা করবেন। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা। যারা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, মূলত তাঁদের মাঝে গিয়েই প্রচার চালানো এর মূল উদ্দেশ্য। নিজের কেন্দ্রে দরজায় দরজায় ঘুরে প্রচার ও মিছিল করবেন তৃণমূল প্রার্থীরা। আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণে তৃণমূলের এই ‘অধিকার যাত্রা’ হবে।