নিজস্ব সংবাদদাতা: মণিপুর উড়ে গেলেন ইন্ডিয়া জোটের ২০ জন সাংসদ। সেখানের মাটিতে দাঁড়িয়েই পরিস্থিতির খোঁজ নেবেন তারা। কিন্তু তা বলে বিনা নিরাপত্তায়?
অন্তত তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের কথায় এই প্রশ্নই এখন মাথাচাড়া দিচ্ছে। ২০ জন সদস্যের একজন সদস্য হলেন তিনিও। এদিন প্রতিক্রিয়ায় তিনি জানান, "আমরা উভয় সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করার চেষ্টা করব। উপত্যকা-সমতল উভয় সম্প্রদায়ের সাথেই কথা বলব। দুটি টিমে ভাগ হয়ে কাজ করতে হবে। কেননা সমতলের গাড়ির চালক পর্যন্ত প্রবেশ করতে পারে না উপত্যকায়। এতোটাই কঠিন পরিস্থিতি সেখানে। আমরা ২০ জন যাচ্ছি হিংসা বিধ্বস্ত এলাকায়। কেন্দ্রের উচিত নিরাপত্তা দেওয়া। কিন্তু তা না দিলেও আমরা যাব”।