নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে জুলাই। ধর্মতলা সেজে উঠেছে জোড়াফুলের পতাকায়। আজ এই সভা শুরু হবে বেলা ১২টায়। তার আগেই ধর্মতলার সভাস্থলে পৌঁছে গেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/6BFBadAtxeXlU16fYF3E.jpeg)
লোকসভা নির্বাচনের পরে শারীরিক অসুস্থতার কারণে ছোট্ট একটা বিরতি নেন তিনি। আবার বিরতি শেষে শহীদ স্মরণের অনুষ্ঠানে ফিরে এলেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/wMFNA5nuQU69dOISlDiH.jpg)
এসেই শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করে তর্পণ সারেন অভিষেক।
/anm-bengali/media/post_attachments/a1c86cb32e8a1a8f14254e3ed09d16f75ee223696be6b9e39fa653dc6456d2aa.webp)