মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি! এবার সিপিএম নেতার বিরুদ্ধে পথে নামছেন সায়ন্তিকা

তন্ময়ের বিরুদ্ধে মঙ্গলের বিকেলে কোমর বেঁধে পথে নামছেন সায়ন্তিকারা।

author-image
Aniruddha Chakraborty
New Update
sayantikajkk.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর ইস্যুর মধ্যেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় বঙ্গ রাজনীতিতে কার্যত জল আরও ঘোলা হয়েছে। তারপর আবার সামনেই রয়েছে উপ-নির্বাচন। ফলে তন্ময়ের ঘটনাকে হাতিয়ার করে সিপিএম-কে ব্যাকফুটে রাখতে শাসকদল তৃণমূল আটঘাট বেঁধে নামছে। সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদের এবার পথে নামছেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।’

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার উত্তর বরাহনগরে মিছিল হবে। শুরু হবে নর্থ টাউন তৃণমূলের পার্টি অফিস থেকে। বিকেল চারটের সময় এই মিছিল হবে। ওই একই দিনে আবার দক্ষিণ বরাহনগর থেকে বিকেল পাঁচটায় আরও একটি তৃণমূলের মিছিল বের হবে। শেষ হবে বরাহনগর স্ট্রেট জেনারেল হাসপাতালে। মিছিলেন নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা। বস্তুত, এই কেন্দ্রে উপনির্বাচনের সময় সায়ন্তিকার বিপরীতে লড়েছেন সিপিএম-এর তন্ময় ভট্টাচার্য ও বিজেপি-র সজল ঘোষ।