নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখলেন দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বক্তব্যের প্রথমেই মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট রাজনীতিবিদদের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি।
/anm-bengali/media/post_attachments/b2417411d9a583a2e11ff590f64f58ff66241a73036d0dbaef859879a3c545e1.webp)
বক্তব্যের শেষে তিনি বলেন, "আমার প্রিয় দাদা, শান্তনু সেনের ডায়াবেটিস, সুগার আছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/11/Santanu-Sen.jpg)
আপনাকে আর কোনও স্ট্রেস নিতে হবে না। আপনার বোন আপনার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবে। আপনি ঘরে বসে থাকুন।"
/anm-bengali/media/post_attachments/a1c86cb32e8a1a8f14254e3ed09d16f75ee223696be6b9e39fa653dc6456d2aa.webp)