জুমলা পার্টি বিজেপি, চাপে থাকবে সরকার!

কেন্দ্রীয় বাজেট সম্পর্কে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুপ্রিয় চন্দ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুপ্রিয় চন্দ বলেছেন, "কেন্দ্রীয় বাজেটে আমার আপনার কি লাভ হয়েছে জানিনা, মূল লাভ হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জোটসঙ্গী হিসেবে যা লাভ নেবার তা নিয়েছে তাতে ভুল কিছু নেই।

publive-image

সারা দেশের জন্য কিংবা বাংলার জন্য এই বাজেটে নতুন কোনও কিছু ঘোষণা দেখতে পাওয়া যায়নি। বাংলার ক্ষেত্রে বঞ্চনার পারদ আরও অনেকটা বেড়েছে। বাংলায় ভোটে হারার ফলে, প্রতিহিংসার রাজনীতির মনোভাব নিয়ে, মূল টাকাগুলো এখনও রিলিজ করেনি। 

publive-image

ফলে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এখনও আটকে আছে। পেট্রোল-ডিজেলের দাম কিভাবে কমবে সে বিষয়ে কোনও ভাবনা নেই, কিন্তু এই নরেন্দ্র মোদীই বলেছিল, 'মেহেঙ্গায়ী পার, পড়েগি বার, আপকি বার মোদী সরকার।' অর্থাৎ সম্পূর্ণরূপে জুমলা পার্টি এর। ফলে সংসদে বিরোধীরা এককাট্টা রয়েছে, সংসদে বিরোধীরা ভালো পারফর্ম করছে, ফলে সরকার চাপে থাকবে বলে আমার মনে হয়।"

 

Adddd