নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচন চলাকালীন হুগলী লোকসভার প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল নেত্রী শিল্পী চট্টোপাধ্যায়ের নামে হামলার অভিযোগ এনেছিলেন। কিন্তু সেইসব ঠুনকো অভিযোগকে তোয়াক্কা না করে, জোড়াফুল শিবিরের সবুজ সৈনিক হিসেবে মা-মাটি-মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি।
এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য সম্পর্কে তৃণমূল নেত্রী শিল্পী চট্টোপাধ্যায় বলেছেন, "আসলে বিজেপি একটা প্রতিশোধপরায়ণ দল। আমরা সর্বদা মা-মাটি-মানুষের কাজ করতে ব্যস্ত। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা হেরে গেছি কারণ আমাদের হয়তো কোথাও খামতি ছিল, আমরা হয়তো বোঝাতে পারিনি। আমরা কিন্তু সেই জায়গাগুলোতেও ক্রমাগত পরিষেবা দিচ্ছি।
বিজেপি কী করবে বা বিজেপি নেতারা কী বলছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে আমার মনে হয় এই বিষয়গুলো মানুষের সামনে আসা উচিত। এটা তাদের ঔদ্ধত্য এবং এটা তাদের মানুষের প্রতি বিদ্বেষমূলক মানসিকতার প্রমাণ। বিকৃত মানসিকতার দল হল বিজেপি এবং ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী নিজেও।"