কংগ্রেসের কাছ থেকে ২৩.৫ লক্ষ টাকা পেয়েছিলেন TMC-র বর্তমান নেতা!

সোমবার তৃণমূল (TMC) নেতা ও আরটিআই (RTI) কর্মী সাকেত গোখলের (Saket Gokhale) জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তার এই জামিন মঞ্জুর করা হয়েছে।

author-image
Pritam Santra
New Update
tmc

নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার তৃণমূল (TMC) নেতা ও আরটিআই (RTI) কর্মী সাকেত গোখলের (Saket Gokhale) জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তার এই জামিন মঞ্জুর করা হয়েছে। ইডির (ED) পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল, কংগ্রেসের কাছ থেকে ২৩.৫ লক্ষ টাকা পেয়েছিলেন সাকেত গোখল । ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছিলেন ১ কোটিরও বেশি টাকা। ২০২১ সালের নভেম্বরে কংগ্রেসের পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছিল বলে সাকেতের দাবি। এরপর আগস্ট মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।