বাজি কারখানায় কি বিরিয়ানির মশলা পাওয়া যাবে? প্রশ্ন TMC নেতার

প্রথমে এগরা (Egra), তারপর বজবজ। রাজ্যে পরপর দুটি বাজি কারখানায় (Blast) বিস্ফোরণ হয়েছে। দুটি ঘটনা মিলিয়ে মৃত্যুর সংখ্যা দশের বেশি।

author-image
Pritam Santra
New Update
kunal ghosh on da

নিজস্ব সংবাদদাতাঃ প্রথমে এগরা (Egra), তারপর বজবজ (Budge Budge)। রাজ্যে পরপর দুটি বাজি কারখানায় (Blast) বিস্ফোরণ হয়েছে। দুটি ঘটনা মিলিয়ে মৃত্যুর সংখ্যা দশের বেশি। সপ্তাহের প্রথম দিন বাজি কারখানায় বিস্ফোরণের প্রসঙ্গে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, "বাজি কারখানা থেকে কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে?" এর পাশাপাশি তিনি বলেছেন, "বাজি মানেই বোমা, বাজি মানেই খারাপ, বাজি কারখানা মানেই বেআইনি এমন কথা ধরে নেওয়া তো ঠিক নয়।"