বলতে হয়েছে একটু জায়গা দাও মাঃ TMC সাংসদ

রাজীব ব্যানার্জীকে নিশানা করলেন কল্যাণ ব্যানার্জী। নাম না করেই রাজীবের বিরুদ্ধে কটাক্ষের ইঙ্গিত তৃণমূলের (TMC) অভিজ্ঞ সাংসদের।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
tmc logo

নিজস্ব সংবাদদাতাঃ রাজীব ব্যানার্জীকে নিশানা করলেন কল্যাণ ব্যানার্জী। নাম না করেই রাজীবের বিরুদ্ধে কটাক্ষের ইঙ্গিত তৃণমূলের (TMC) অভিজ্ঞ সাংসদের। কল্যাণ বলেছেন, "ডোমজুড়ের মাটিতে বিজেপিকে কীভাবে হারাতে হয় তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। এটা বিজেপির পার্টি নয়, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি।" এরপরেই কারও নাম না নিয়ে তিনি বলেছেন, " তৃণমূল কংগ্রেসের কাছে এসে মাথা নোয়াতে হয়েছে। বলতে হয়েছে একটু জায়গা দাও মা, তোমার মন্দিরে বসি।" এ ব্যাপারে অবশ্য আপাতত কিছু বলেননি রাজীব।